চাষীদের সঙ্গে দেখা করে আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে পরামর্শ দিলেন রাজ্যপাল

0
109

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ডি আনন্দ বোস।সমাবর্তন অনুষ্ঠান যোগ দিতে বর্ধমান এসে তিনি কৃষকদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করায় তাকে বর্ধমান ২ নম্বর ব্লকের বড়শুলে কৃষি দপ্তরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় কৃষি দপ্তরের পক্ষ থেকে। তিনি সেখানে এলাকার ৩৫ জন কৃষকদের সঙ্গে মিলিত হন। রাজ্যপাল চাষীদের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, তিনিও কৃষক পরিবারের সন্তান। তিনি বহুদিন কৃষি দপ্তরের দায়িত্বভার সামলেছেন।কোভিড সময়কালে চাষীরা যেভাবে ফসল উৎপাদন করেছেন তারজন্য তিনি তাদের ধন্যবাদ দেন। রাজ্যপাল আধুনিক কৃষি ব্যবস্থার উপর জোর দেন।ইণ্ট্রিগ্রেডেট ফার্মিংয়ের কৃষকদের উৎসাহিত করে বলেন, কম জায়গায় ও কম জলে কিভাবে চাষ করতে হবে তা জানা দরকার।পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার কৃষিতে প্রয়োগে জোর দেন। চেন্নাই ও হায়দ্রাবাদে এই ধরনের চাষ করা হচ্ছে। যদি এখানকার চাষীরা আগ্রহী হন তাদের সেখানে নিয়ে গিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান রাজ্যপাল। বর্ধমান ২ নম্বর ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার বলেন, রাজ্যপাল চাষীদের সঙ্গে সাক্ষাৎয়ের আগ্রহ প্রকাশ করায় জাতীয় সড়কের ধারে বড়শুলে ব্যবস্থা করা হয়।এখানে তিনি চাষীদের সঙ্গে কথা বলে চাষের পদ্ধতি জানার চেষ্টা করেন।প্রয়োজনে চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে সাহায্যের কথা বলেন। জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশীষ সেন সহ কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন বড়শুলে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে খুশী এলাকার চাষীরা। জেলা শস্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল বলেন, চাষীদের সঙ্গে কথা বলে খুশী হয়েছেন রাজ্যপাল।

LEAVE A REPLY