অন্ডাল গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে গ্রাম সংসদ সভা

0
99

সংবাদদাতা, অন্ডালঃ আগামী আর্থিক বর্ষে এলাকায় কোন কোন কাজের প্রয়োজন তার তালিকা লিপিবদ্ধ করতে অন্ডাল গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে গ্রাম সংসদ সভা। চলতি মাসের চার তারিখ থেকে সংসদ সভার কাজ শুরু হয়েছে, চলবে শুক্রবার পর্যন্ত। অন্ডাল পঞ্চায়েতে রয়েছে মোট ২২টি সংসদ। প্রতিটি সংসদে গ্রাম সংসদ সভা করা হচ্ছে। সংসদ সভা গুলির কাজ সম্পন্ন হলে ডিসেম্বর মাসের ১৪ তারিখ হবে গ্রাম সভা। বুধবার সংসদ সভা হয় অন্ডাল পঞ্চায়েতের তামলা গ্রাম, দুবচুড়ূলিয়া সহ কয়েকটি সংসদে। বৃহস্পতিবার সভা হয় দীর্ঘনালা,শকরা থানা রোড সংসদে। প্রতিটি সভায় উপস্থিত রয়েছেন পঞ্চায়েত প্রধান সুধীন পান্ডে, নিজ নিজ এলাকার সংসদের সদস্য, পঞ্চায়েতের আধিকারিক সহ অন্যরা। এলাকায় গ্রামবাসীদের দাবি মত কাজের তালিকা লিপিবদ্ধ করা হচ্ছে বলে জানান পঞ্চায়েত প্রধান সুধীন পান্ডে।

LEAVE A REPLY