নিজস্ব সংবাদদাতা, অন্ডালঃ অন্ডালের ট্রাফিক কলোনির নেতাজী বিদ্যাপীঠ স্কুল চত্বরে উদ্বোধন হলো দু’দিনের কুটির ও হস্তশিল্প মেলা। শনিবার সন্ধ্যায় “পরিণীতা”- নামক একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মেলাটির উদ্বোধন করেন অন্ডালের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস। উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী সহ অন্যরা। মেলায় রইছে বুটিক, নকশী কাঁথার পোশাক, অঙ্গ, গৃহসজ্জার সামগ্রী খাবারের দোকান সহ মোট ২৪টি স্টল। উদ্যোক্তাদের পক্ষে তনুশ্রী চুনারি, দেবশ্রী মুখার্জি, পিয়ালী ধীবরেরা জানান, হস্ত ও কুটির শিল্পের সাথে যুক্ত মহিলাদের উৎসাহিত করা ও তাদের তৈরি সামগ্রি বিপনের ব্যবস্থা করার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। শনি ও রবিবার দু’দিনই মেলায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।