নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ পৌর স্বাস্থ্য পরিষেবা মানুষ ঠিকঠাক পাচ্ছে কিনা, কাঠামোগত কোন ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আজ বাঁকুড়া পৌরসভার ঈদগাহমহল্লা পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ চারটি স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন কেন্দ্রীয় একটি স্বাস্থ্য প্রতিনিধির দল। স্বাস্থ্য বিষয়ক এই প্রতিনিধি দলে চারজন প্রতিনিধি এদিন বাঁকুড়ার ঈদগাহমহল্লা পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার সংক্রান্ত খুঁটিনাটি রোগীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেন, ঘুরে দেখেন স্বাস্থ্য কেন্দ্রটি। প্রাথমিকভাবে স্বাস্থ্যপরিসেবা সম্পর্কে পরিকাঠামগত কোন ত্রুটি খুঁজে পাননি দলটি, এমনটাই বক্তব্য প্রতিনিধি দলের সদস্যের।