সাথী প্রামানিক, পুরুলিয়া, ২১ মেঃ আগুনের হলকা সারা জেলা জুড়ে। কার্যত বৃষ্টিহীন পুরুলিয়া সূর্যের তাপে পুড়ে খাক হচ্ছে। দহন জ্বালা থেকে মুক্তি নেই পুরুলিয়াবাসির। উল্টে মরসুমের সব চেয়ে উষ্ণতম দিন দেখল পুরুলিয়া। কার্যত বিগত দিনের রেকর্ড ভাঙল সর্বোচ্চ তাপমাত্রা। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। পাল্লা দিয়ে আদ্রতার পরিমাণও ছিল বেশি। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল ৭৫ শতাংশ। যেটা পুরুলিয়ার জলবায়ুর সঙ্গে বেমানান। আর প্রকৃতির এই যন্ত্রণা নিয়েই দিন কাটালেন ছোটনাগপুর মালভূমির এই ভূখন্ড। সকাল থেকেই সূর্যের তাপের প্রকটতা লক্ষ্য করা গিয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিখরে পৌঁছে যায়। জনমানসে প্রভাব পড়ে। ব্যস্ততম রাস্তায় পথচারীর সংখ্যা কমে যায়। পুরুলিয়া। বৃষ্টির দেখা নেই। এরই মধ্যে তীব্র জল সংকট জেলা জুড়ে। পুরুলিয়া শহরেও তীব্র জলের সংকট লক্ষ্য করা গিয়েছে। সারাদিনে একবার জল মিললেও ভরদুপুরে জল দিচ্ছে পুরুলিয়া পৌরসভা। তীব্র দাবদাহকে উপেক্ষা করেই রাস্তার ধারে টাইম কলগুলিতে জল নিতে মহিলাদের দেখা গিয়েছে।