নিজস্ব প্রতিনিধি,দু্র্গাপুরঃ জোর করে পথচারীদের রঙ মাখানোর প্রতিবাদ করায় মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হল পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নিউ টাউনশিপ থানার অধীন নবীন পল্লিতে। অভিযোগ মদ্যপ যুবকদের হাত থেকে রেহাই পান নি মহিলা সিভিক ভলেন্টিয়াররা। পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মারধর করা হয়। এক মহিলা সিভিক ভলেন্টিয়ার পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়ি লক্ষ করে ইট ছোড়ে মদ্যপ যুবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। ন’জনকে গ্রেফতার করা হয়। ধৃত ন’জনকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় আহত হয়েছেন পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মিলে পাঁচজন। তাদের মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।