বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ খোয়া যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ৭৫ হাজার টাকা ফেরত পেলেন এক ব্যবসায়ী। বুধবার সকালে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ স্বপন রায় নামে ওই ব্যবসায়ীর হাতে টাকা তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার বাড়ি ফেরার সময় টিএমটি রডের ব্যবসায়ী স্বপনের গাড়ি থেকে একটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। ব্যাগের মধ্যে ৭৫ হাজার টাকা ছিল। কিছুক্ষন পরে স্বরূপ মন্ডল নামে এক ব্যবসায়ী ওই ব্যাগটি কুড়িয়ে পান। বাড়িতে এসে দেখেন ব্যাগের মধ্যে অনেক টাকা রয়েছে। এরপর সিটি সেন্টার ফাঁড়িতে গিয়ে টাকা জমা করে দেন স্বরূপ। বুধবার সকালে স্বপনকে ডেকে টাকাটা তুলে দেওয়া হয় তাঁর হাতে। টাকা ফেরত পেয়ে স্বরূপ ও পুলিশকে ধন্যবাদ জানান স্বপন।