স্বেচ্ছা শ্রম দানের মাধ্যমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সাফাই অভিযানে ক্লাবের সদস্যরা

0
213

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্তর আহ্বানে সাড়া দিয়ে শনিবার সকালে স্বেচ্ছা শ্রম দানের মাধ্যমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সাফাই করলেন আমরা কজন বয়েজ ক্লাবের সদস্যরা। মহিলা ও পুরুষ মিলিয়ে ক্লাবের একশো জন সদস্য সাফাই অভিযানে হাত লাগিয়েছিলেন। এর আগে ভারতী ভলিবল ক্লাব মহকুমা হাসপাতাল সাফাই করেছিল। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর স্বেচ্ছায় শ্রমদানের মাধ্যমে মহকুমা হাসপাতালে সাফাই করার জন্য দুর্গাপুরের বিভিন্ন ক্লাব ও সংগঠনকে আহ্বান জানিয়েছিলেন কবি দত্ত। তাঁর আহ্বানে সাড়া দিয়ে একাধিক ক্লাব ও সংগঠন হাসপাতাল সাফাই করতে এগিয়ে আসে। ঠিক হয় প্রত্যেক ১৫ দিন পর পর একটি করে ক্লাব বা সংগঠন হাসপাতাল পরিস্কার করবে। গত ১৫ দিন আগে ভারতী ভলিবল ক্লাবের সদস্যদের হাত ধরে স্বেচ্ছা শ্রমদানের মাধ্যমে হাসপাতাল সাফাইয়ের কাজ শুরু হয়। কবি দত্তর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে হাসপাতালের ডেপুটি সুপার শ্রীরূপা ভট্টাচার্য বলেন ‘হাসপাতালে যে কর্মী আছে তাতে নিয়মিত সাফাই করার সম্ভব নয়। যে ভাবে ক্লাব ও সংগঠনগুলি এগিয়ে এসেছে তাতে সারা বছর হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন থাকবে। স্বেচ্ছা শ্রমদানের মাধ্যমে হাসপাতাল সাফাই কর্মসূচি একদম সফল।’

LEAVE A REPLY