নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ গরমে উত্তপ্ত হচ্ছিল বাড়ির একটা বিশেষ অংশ। ক্রমশ সেই উত্তাপ ছড়িয়ে পড়েছিল বাড়ির অন্যান্য অংশ। আতঙ্কে দিন কাটাছিলেন গোটা গ্রামের বাসিন্দারা। কিসের এই গরম, কেনই বা এত গরম অনেকের মনেই দানা বাঁধছিল বিভিন্ন আশঙ্কা। অবশেষে আশঙ্কার অবসান, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে কারণ উদঘাটন করে গ্রামের মানুষকে সরজমিনে দেখিয়ে আশ্বত করা হয়েছে। বাঁকুড়ার ছাতনা থানার ভূইয়াপাড়া গ্রামে এই ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন, খবর দেওয়া হয় বিজ্ঞানমঞ্চকে। গতকাল সন্ধ্যায় বিজ্ঞানমঞ্চের পাঁচজন সদস্যের একটি দল যায় ভূইয়াপাড়া গ্রামের কাশীনাথ কুম্ভকারের বাড়ি। ঘটনাসলে গিয়ে খতিয়ে দেখে সন্দেহ হয় ইলেকট্রিকের শর্ট সার্কিটের কারণেই এমনটা হয়ে থাকলেও থাকতে পারে। সামান্য একটা টেস্টারের টেস্টেই কিস্তিমাত। কোন কারনে বাড়ি মেঝে কিংবা সিঁড়ির বিমের সঙ্গে হয়ে গিয়েছিল ইলেকট্রিকের সংযোগ। আর তাতেই সিঁড়ির ধাপ শুরুর নিচের অংশ গরম হওয়ার রহস্য উদঘাটন হল। খুশি কুম্ভকার পরিবার খুশি এলাকার মানুষজন।