নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সুষমা খান, উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে সে। তার প্রাপ্ত নম্বর ৪৯৫। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় এর কৃতি ছাত্রীর বাড়ি বাঁকুড়ার চাঁদমারিডাঙ্গা এলাকায়। বাবা লব কুমার খান পরিসংখ্যান দপ্তরের কাজ করেন পুরুলিয়াতে। মা নিপাট গৃহবধূ। মেধাবী এই ছাত্রীর প্রকৃতই তার স্কুলের শিক্ষকদের অবদান দিয়েছেন তার এই কৃতিত্বের জন্য। তার পড়াশোনার ক্ষেত্রে তার বাবা মায়ের অবদানও অনস্বীকার্য। ভবিষ্যতে সে ভূগোল নিয়ে পড়াশোনা করতে চায়। হতে চায় আইএএস। কোন বাধাঁধরা ছকের নিয়মে পড়া নয়, যখন ইচ্ছে গেছে তখনই পড়াশোনা করেছে। পড়াশোনার ফাঁকে গান গাইতে ও শুনতে ভালবাসে সে। জেলার এই ছাত্রীর কৃতিত্বে খুশি স্কুলের শিক্ষকশিক্ষিকা সহ অভিভাবকরাও। সুষমা গর্বিত করেছে জেলার মানুষজনকেও।