নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ উচ্চ মাধ্যমিকে ৪৮৮ নম্বর পেয়ে পূর্ব বর্ধমানের জামালপুর সেলিমাবাদ হাই স্কুলের ছাত্রী মোনালিসা পাল নবম স্থান অধিকার করেছে।বড় হয়ে মোনালিসা ডব্লিউবিসিএস অফিসার হতে চায়। অতিমারি কোভিডের সময় বাবার সেলসের চাকরি চলে যায়। দারিদ্রাকে সঙ্গী করেই কঠোর পরিশ্রম করে মোনালিসা ভালো ফল করায় স্কুলের শিক্ষক ও পরিবার পরিজন সকলেই খুব খুশী।