উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী বাড়ল প্রায় ১১ হাজার, আধিক্য ছাত্রীদের

0
56

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১১ মার্চঃ  উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল প্রায় ১১ হাজারের মত। মোট পরীক্ষার্থীর নিরিখে ছাত্রের তুলনায় উল্লেখযোগ্য ভাবে এগিয়ে রয়েছে ছাত্রীদের সংখ্যা। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ই মার্চ, মঙ্গলবার থেকে।পরীক্ষা চলবে ২৭ শে মার্চ পর্যন্ত।পুরুলিয়া জেলা উচ্চমাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক দেবাশিস লায়েক জানান, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা -৩৫৫৮৩ জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা -১৫৯৪৮ জন এবং ছাত্রীর সংখ্যা -১৯৬৩৫ জন। জেলায় মোট পরীক্ষাকেন্দ্র রয়েছে ৮৬টি, যার মধ্যে মূল কেন্দ্র  -৩৮ টি এবং অতিরিক্ত পরীক্ষাকেন্দ্র ৪৮ টি। উল্লেখ্য, গত বছরের তুলনায় মোট পরীক্ষার্থী বেড়েছে ১০৯৯৯ জন। আর ছাত্রীর সংখ্যা বেড়েছে ৫৫৩৫ জন। ছাত্রীর সংখ্যা বৃদ্ধির পিছনে রাজ্যের ‘কন্যাশ্রী’ প্রকল্পের সাফল্যকেই দেখছে জেলার শিক্ষা মহল। এদিকে নির্বিঘ্নে পরীক্ষা চালাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন জরুরি কারণ ছাড়া শিক্ষক শিক্ষিকাদের ছুটি নেওয়া কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে৷ পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারির পাশাপাশি পরীক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা উভয়ের ক্ষেত্রেই মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে৷পরীক্ষাকেন্দ্রে কোন প্রকার বৈদ্যুতিন গেজেট, মুদ্রিত বা লেখা কাগজ ইত্যাদি নিয়ে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। দৃষ্টিহীন বা শারীরিক ভাবে যারা নিজের হাতে লিখতে অক্ষম, তাঁরা সংসদের অনুমতিক্রমে শ্রুতি লেখক এবং অতিরিক্ত সময় পাবেন। পরীক্ষাকেন্দ্রের মূল প্রবেশদ্বার পর্যন্ত বাবা-মা বা অভিভাবক যেতে পারবেন কিন্তু পরীক্ষাকেন্দ্রের ভিতরে পরীক্ষার্থী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রের মূল দায়িত্বে থাকবেন শিক্ষা দফতর মনোনীত একজন ভারপ্রাপ্ত আধিকারিক। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে ঠিক সকাল ১০ টায়। পরীক্ষা চলবে দুপুর ১.১৫ পর্যন্ত। অসুস্থ বা সংক্রামক রোগে আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য  প্রত্যেক পরীক্ষাকেন্দ্রেই আলাদা পরীক্ষা কক্ষের আয়োজন করা হয়েছে, এছাড়া প্রতি কেন্দ্রেই মেডিক্যাল টিম, সংসদের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

LEAVE A REPLY