নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় সংজ্ঞাহীন হয়ে পড়লো এক ছাত্রী। তড়িঘড়ি ওই ছাত্রীকে ভর্তি করা হয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুর হাইস্কুলে একঘন্টা পরীক্ষা দেওয়ার পর উচ্চ মাধ্যমিক ছাত্রী পল্লবী চক্রবর্তী অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।তারপর জ্ঞান ফিরলে ও একটু সুস্থ বোধ করায় তাকে স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হয়। পল্লবী চক্রবর্তী জামালপুরের চক্ষণজাদি হাইস্কুলের ছাত্রী। তার পরীক্ষাকেন্দ্র ছিল জামালপুরের বেড়ুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠ।
Home পূর্ব বর্দ্ধমান পরীক্ষা কেন্দ্রে সংজ্ঞাহীন হয়ে পড়লো এক ছাত্রী,পরে পরীক্ষা দেয় স্বাস্থ্যকেন্দ্রে