সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৫ অক্টোবর: সেবায় সুস্থ করে অসহায় তিন বছরের শিশুকে সরকারি হোম কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন পুরুলিয়ার দুই সমাজসেবী। সদ্যোজাত অবস্থায় অসুস্থ শিশুর চিকিৎসা ও দেখভাল করতেন পুরুলিয়া শহরের চকবাজার এলাকার দুই সমাজসেবী। স্বামী পরিত্যক্ত মহিলা তাঁর সদ্যোজাতকে নিয়ে চক বাজারের কালী মন্দিরে থাকতেন। মা হয়েও প্রায় সারা দিনই মদ্যপ অবস্থায় থাকতেন। বাচ্চাটিকে ঠিকমতো দেখাশোনাও করতেন না। তখনই বিষয়টি নজরে আসে দুই সমাজসেবী রাজেশ চৌধুরী, সঞ্জিত দত্তর। তখনই ওই বাচ্চাটাটিকে নিরাপদ আশ্রয় সরকারি হোমে পাঠাবার উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। কিন্তু ওই বাচ্চাটির মা রাজি না থাকায় তা সম্ভব হয়ে ওঠেনি। গতকাল এই বাচ্চাটির মা পুরুলিয়া সদর হাসপাতালে মারা যান। তার পরই ওই শিশুর খোঁজ চালান রাজেশ ও সঞ্জিত। তাঁরা জানান, আজ সকালে বেলায় বাচ্চাটির সন্ধান চালিয়ে বাচ্চাটিকে পুরুলিয়া সদর থানায় নিয়ে আসি। পুলিশ এবং হোম কর্তৃপক্ষের সহযোগিতায় বাচ্চাটিকে সুরক্ষিত স্থানে পৌঁছানো সম্ভব হয়। এর আগে ওই শিশুটি অযত্নে বিভিন্ন জায়গায় ফোঁড়া, ঘা হয়ে যায়। মাথায় একই কারণে অসুস্থ হয়েছিল। দুই সমাজসেবীর নিয়মিত সেবা শুশ্রুষার জন্য সুস্থ হয়ে উঠে সে।