বাঁকুড়ায় এক আইসিডিএস কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য  

0
95

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ এক আইসিডিএস কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ইন্দপুর থানার বৃন্দাবনপুর গ্রামে। মৃতার নাম ভারতী গোস্বামী। গতকাল রাতে টেলিফোনে মা কে টেলিফোনে না পেয়ে প্রতিবেশী আত্মীয়দের ফোন করেন মৃতার বিবাহিতা মেয়ে। এরপরই এক প্রতিবেশী বাড়ির দরজা খুলে বাড়ির উঠানে ভারতী গোস্বামীর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। রাতেই ইন্দপুর থানার পুলিশ গ্রামে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে ভারতী গোস্বামী ইন্দপুরের বৃন্দাবনপুর গ্রামে নিজের বাড়িতে একাই থাকতেন। স্থানীয় ডাঙ্গারামপুর আই সি ডি এস কেন্দ্রে তিনি কর্মীর কাজ করতেন। প্রতিবেশী ও গ্রামবাসীদের ধারণা ভারতী গোস্বামীর মাথার পিছন দিকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। পুলিশেরও প্রাথমিক তদন্তে অনুমান ভারতী গোস্বামীকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দপুর থানার পুলিশ।

LEAVE A REPLY