পাঠাগারের উদ্যোগে ইচ্ছাপুরে পরিষেবা শিবির

0
144

সংবাদদাতা,লাউদোহাঃ  দুর্গাপুর-ফরিদপুর ব্লক এর ইচ্ছাপুর পঞ্চায়েতের হাটতলায় মৈনাক স্মৃতি পাঠাগারের উদ্যোগে শুক্রবার আয়োজিত হল বিশেষ পরিষেবা শিবির। সংস্থার সভাপতি বলরাম হালদার জানান,এ দিনের শিবিরে শিশুদের (০ থেকে ৫ বছর) আধার কার্ড তৈরি করা,রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক,পোস্ট অফিসের নতুন একাউন্ট ও পোস্ট অফিসের মাধ্যমে ইন্সুরেন্স পরিষেবার ব্যবস্থা ছিল। তিনি বলেন,এখন শিশুদের আধার কার্ড খুব প্রয়োজন। স্কুলে ভর্তি থেকে রেশন কার্ড সব কাজেই আধার লাগে। যাদের আধার কার্ড নেই এইরকম ৩০০ জন অভিভাবক তাদের শিশুদের আধার কার্ডের জন্য এদিন নাম নথিভুক্ত করেন। এছাড়াও অনেকে পোস্ট অফিসে নতুন একাউন্ট, আধার লিঙ্ক ও ইন্সুরেন্সের পরিষেবাও নিয়েছে। প্রতিবছরই তারা এই ধরনের শিবির আয়োজন করেন মানুষের সুবিধার জন্য বলে জানান বলরামবাবু। শিবিরে আসা অনেকে জানান,এই শিবির থেকে তারা উপকৃত হয়েছেন। এই ধরনের শিবির নিয়মিত হলে ভালো হয় বলেও তাদের  মত।

LEAVE A REPLY