মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা আর অভিষেকের উপহার নিয়ে আইসিএসসি পরীক্ষায় দেশে প্রথম সম্বিতের বাড়িতে সাংসদ ডা.শান্তনু সেন

0
68

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ দেশের মধ্যে সেরা সম্বিত মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন সাংসদ ডা: শান্তনু সেন। আইসিএসসি পরীক্ষায় গোটা দেশে প্রথম হয়েছে বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের সম্বিত।তার বাড়ি পার্কাস রোডে গিয়ে উপহার ও শুভেচ্ছা জানান ডা: শান্তনু সেন। তিনি জানান,এই সাফল্য গোটা রাজ্যের কাছে আনন্দের। মমতা বন্দোপাধ্যায় এতে খুশি হয়েছেন। খুশি হয়েছেন জেলা সফরে থাকা অভিষেক বন্দোপাধ্যায়। তাদের হয়েই এই উপহার ও শুভেচ্ছা জানান তিনি।এদিন তিনি আরো জানান, রাজ্যে শিক্ষার মান খুব ভাল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভুল পড়ানো হচ্ছে। এ রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় এগারো কোটি মানুষ পরিষেবা পান বিনামূল্যে।তিনি আরও বলেন, রাজ্যের নতুন স্বাস্থ্যক্ষেত্রের প্রস্তাবে বিচলিত হবার কিছুই নেই। গ্রামের মানুষের জন্য এই উদ্যোগ। তিনি জানান, যেভাবে সব এগোচ্ছে তাতে অচিরেই রাজ্যে চিকিৎসকের অভাব থাকবে না। অভিষেকের দেওয়া উপহারে আছে একটি মোবাইল ফোন আর পার্কার পেন।মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন একটি শুভেচ্ছাবার্তা। অন্যদিকে কৃতী ছাত্র সম্বিত জানিয়েছে, সে বই মুখে করে বসে থাকার দলে নয়। দিনে ৭-৮ ঘন্টা পড়েছে সে। তার লক্ষ্য আইআইটিতে সুযোগ পাওয়া। পড়তে চায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে। সে গিটার বাজায়। ছবি আঁকতে আরা দাবা খেলতে ভালবাসে। ক্রিকেটের প্রতি তার বিশেষ আগ্রহ। তার বাবা বিজ্ঞানী ড: মনোজ মুখোপাধ্যায় জানান, ছেলে তার ইচ্ছেমতো বিষয় নিয়ে পড়ুক সেটাই চান তারা। ডা: শান্তনু সেনও তাই বলেছেন। সম্বিতের বাবা জানান, তিনি ব্যাঙ্গালোরে থাকেন। তাই ছেলের সাফল্যের কৃতিত্ব পুরোটাই দাদু,দিদা আর ছেলের মায়ের।

LEAVE A REPLY