সংবাদদাতা,লাউদোহা: শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর ফরিদপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল ইফতার পার্টি। স্থানীয় বিধায়ক কার্যালয়ে অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী (পশ্চিম বর্ধমান) মিনতি হাজরা,ব্লক সভানেত্রী (লাউদোহা) ক্ষমা নায়ক,পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মধ্যক্ষ অনুভা চক্রবর্তী সহ অন্যরা। এদিন ইফতারে অংশ নেন প্রায় ১০০ মহিলা। সংগঠনের উদ্যোগে প্রতিবছরই বিভিন্ন জায়গায় ইফতার পার্টির আয়োজন করা হয়। সম্প্রীতির বার্তা দিতেই এদিনের ইফতার অনুষ্ঠান বলে জানান সংগঠনের জেলা সভানেত্রী মিনতি হাজরা।