তৃণমূলের উদ্যোগে আয়োজিত ইফতারে সম্প্রীতির বার্তা

0
95

সংবাদদাতা,লাউদোহাঃ গোগলা এলাকায় আয়োজিত হল ইফতার পার্টি। গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার অনুষ্ঠানটি আয়োজিত হয় মাধাইপুর কোলিয়ারি সংলগ্ন মাঠে। উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় (লাউদোহা), দলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সহ অন্যরা। স্থানীয় মাধাইপুর মসজিদের ইমাম মোহাম্মদ আতিক রেজা সহ ইফতার অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রায় ৫০০ জন। তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, মাধাইপুর এলাকায় কর্মসূত্রে বিভিন্ন ধর্ম ও বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করেন। এখানে সব ধর্মের অনুষ্ঠানই আড়ম্বরের সাথে হয়। ঈদ হোক অথবা দুর্গাপুজো একে অন্যের উৎসবে সব ধর্মের মানুষ সামিল হন। সেই কারণে দলের পক্ষ থেকে প্রতি বছর ইফতার পার্টি আয়োজন করা হয়। সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতেই এই আয়োজন বলে জানান গৌতমবাবু।

LEAVE A REPLY