ট্রাক্টর সহ সাড়ে চার টন কাঠ বাজেয়াপ্ত করল বনদপ্তর

0
321

সংবাদদাতা, লাউদোহা : বৈধ চালান না থাকায় ট্রাক্টর সহ সাড়ে চার টন কাঠ বাজেয়াপ্ত করলো উখড়া বনদপ্তর । জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ট্রাক্টর চালক কে । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বেলা ১১:৩০ টা নাগাদ লাউদোহার সরপি এলাকার একটি বেসরকারি কারখানায় ঢোকার আগের মুহূর্তে হানা দেয় বনদপ্তরের কর্মীরা । এখানে আটক করা হয় কাঠ ভর্তি ট্রাকটার টিকে । চালকের কাছে বৈধ চালান দেখতে চাইলে তা দেখাতে না পারায় কাঠগুলি বাজেয়াপ্ত করে বনদপ্তরের কর্মীরা । চালককে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য । উখড়া বনদপ্তরের আধিকারিক সুদীপ ব্যানার্জী জানান বাজেয়াপ্ত কাঠের পরিমাণ সাড়ে চার টন । রয়েছে বিভিন্ন গাছের কাঠ । যার বাজারমূল্য আনুমানিক ১৪হাজার টাকা । পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে বনদপ্তরের কর্মীরা।

LEAVE A REPLY