দুর্গাপুরে সরকারি জমি দখল করে ফ্ল্যাট তৈরির অভিযোগ

0
90

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ যে জমিতে বহুতল আবাসন তৈরির অনুমোদন দেওয়া হয়েছে সেখানে ফ্ল্যাট তৈরি করা হয় নি। তার বদলে প্রায় সাড়ে চারশো মিটার দূরে সরকারি জমি দখল করে তৈরি করা হচ্ছে ফ্ল্যাট। এমনই অনিয়মের অভিযোগ উঠেছে একটি প্রমোটার সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড হরিবাজার এলাকায়। শুধু ফ্ল্যাট নয়, অবৈধ ভাবে ভূগর্ভস্থ জল তোলার অভিযোগও উঠেছে প্রমোটার সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে প্রশাসনিক মহলে। ঘটনার তদন্ত শুরু করেছে এডিডিএ, পুরসভা ও ভূমি দপ্তর। কয়েকদিন আগে এডিডিএর কর্মীরা বহুতল আবাসন পরিদর্শন করে জমি মেপে এসেছেন। সোমবার সকালে ভূমি-রাজস্ব দপ্তরের কর্মীরা এসে জমি মেপে গেছেন। মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমরা হরিবাজার এলাকার একটি বহুতল আবাসন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়েছি। এডিডিএ, পুরসভা ও ভূমি দপ্তর তিনটে এজেন্সিকে তদন্ত করতে বলা হয়েছে। তদন্তে যদি অনিয়ম ধরা পড়ে তাহলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’  অবৈধ ভাবে ভূর্গস্থ জল উত্তোলন প্রসঙ্গে মহকুমা শাসক বলেন, ‘পুরসভার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’ যদিও প্রমোটার সংস্থার তরফে শুভেন্দু মন্ডল জানিয়েছেন,প্রয়োজনীয় অনুমোদন নিয়েই ফ্ল্যাট তৈরি করা হচ্ছে।সমস্ত অভিযোগ ভিত্তিহীন।

LEAVE A REPLY