কল্যাণী এমস্ এ বিজেপি বিধায়ক কন্যার চাকরি নিয়ে বেনিয়মের তদন্তে এল সিআইডি

0
227

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ কল্যাণী এমস্ এ বেসরকারি সংস্থার অধীনে চাকরির বেনিয়মের অভিযোগের তদন্ত করতে বাঁকুড়ায় আসেন সিআইডির দল। বেলা একটা নাগাদ বাঁকুড়ায় কানকাটা এলাকায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বাড়িতে এসে পৌছান সি আই ডি-র এক মহিলা সমেত চার সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘ আড়াই ঘন্টা  কল্যানীর এইমস এ চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে রুদ্ধদ্বার জিজ্ঞাসাবাদ করা হয় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানার কন্যা মৈত্রীকে। প্রসঙ্গত কল্যাণী এইমসে বিধায়ক কন্যার চাকরীর সুপারিশ করেছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক  নিলাদ্রি শেখর দানা ও কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ  সুভাষ সরকার। এই অভিযোগ করে খোদ দলের এক নেতা। এই বিষয়ে তদন্তে নামে সি আই ডি। বিধায়ক কন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য বিধায়কের বাড়িতে আজ হানা দেয় সি আই ডি প্রতিনিধি দল। সূত্র মারফত খবর বিধায়ক কন্যাকে জিজ্ঞাসাবাদ করে  সি আই ডির এক মহিলা সমেত চার সদস্যের প্রতিনিধি দলটি জানতে চেয়েছেন এই চাকরির পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা তার রয়েছে কি না, সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে। এই চাকরি পাওয়ার ক্ষেত্রে যেসব যোগ্যতা দরকার ছিল সেইসব যোগ্যতা বিধায়ক কন্যার ছিল কিনা, এই চাকরি পাওয়ার ক্ষেত্রে যে সুপারিশের অভিযোগ নথিভুক্ত হয়েছে সেই সুপারিশ চাকরি পাওয়ার ক্ষেত্রে কাজে লেগেছিল এসব প্রশ্ন করেন সিআই ডি আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করে সিআইডি দলটি রওনা দেওয়ার সময় সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দিতে চাননি। পরে অবশ্য বিজেপি বিধায়ক কন্যার আইনজীবী সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, যে অভিযোগ নিয়ে তোলপাড় হচ্ছে  সেরকম কোন কিছুই হয়নি। পরে বিধায়ক নিজে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সব বিষয়ে খোলসা করবেন বলেও জানান তার আইনজীবি।

LEAVE A REPLY