নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পরকীয়া সম্পর্কের জেরে সালিশী সভা বসিয়ে মাথা ন্যাড়া করে জুতোর মালা পড়ানো হল এক হাতুড়ে চিকিৎসককে। পূর্ব বর্ধমানের আউশগ্রামের পুবার গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।পুলিশ গিয়ে ওই হাতুড়ে চিকিৎসককে উদ্ধার করে নিয়ে যায়। হাতুড়ে চিকিৎসকের নাম সওকত হাসান মণ্ডল(৪২)ওরফে রাজু। পুবার গ্রামের বাসিন্দা সওকত হাসান গ্রামেই চেম্বার চালান। অভিযোগ গ্রামের এক গৃহবূধূর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সওকত হাসান। গ্রামবাসীদের একাংশ জানান, ওই হাতুড়ে চিকিৎসকের স্ত্রী বিষয়টি ফাঁস করেন। গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থার ভিডিও সওকতের মোবাইলে দেখে ফেলেন তার স্ত্রী। তিনি জানিয়ে দেয় ওই মহিলার শ্বশুরবাড়িতে। এরপরেই গ্রামে জানাজানি হয়। এরপর গ্রাম সুরক্ষা কমিটিকে জানানোর পর এদিন সালিশীসভা বসানো হয়েছিল।বাড়ি থেকে ডাকা হয় সওকতকে। কিছুক্ষণ কথাবার্তার পর তাকে একটি বিদ্যুৎ খুঁটিতে বেঁধে রাখা হয়। মাথা ন্যাড়া করে পড়ানো হয় জুতোর মালা। এরপর ছোড়া ফাঁড়ির পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।