সংবাদদাতা, অন্ডালঃ দুর্গা প্রতিমা বিসর্জনের সময় জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম বংশী বাউর (৩৫)। খান্দরা গ্রামের বাউরি পাড়ার ঘটনা। বুধবার সন্ধ্যাবেলায় খান্দরা গ্রামের ডুবুর পুকুরে দুর্গা প্রতিমা বিসর্জন চলার সময় জলে ডুবে মৃত্যু হয় বংশী বাউরি নামে এক ব্যক্তির। মৃত ব্যক্তির বাড়ি স্থানীয় বাউরীপাড়ায়। সূত্র মারফত জানা গেছে বুধবার সন্ধ্যায় খান্দরা গ্রামের একাধিক দুর্গা প্রতিমার বিসর্জন হয় ডুবুর পুকুরে। সেরকমই একটি প্রতিমা বিসর্জনের জন্য পুকুরের জলে নেমেছিলেন বংশী বাউরী নামে ওই ব্যক্তি। অন্যরা প্রতিমা বিসর্জন করে চলে গেলেও ওই ব্যক্তির কোন খোঁজ ছিল না। পরে অন্য একটি প্রতিমা বিসর্জনের সময় জলের নিচে ডুবন্ত অবস্থায় ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়। স্থানীয়রা তাকে জল থেকে তুলে খান্দরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে রেফার করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মহকুমা হাসপাতালের চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। বিসর্জনের দিন এমন দুর্ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।