সংবাদদাতা, অন্ডাল : রাত পোহালেই স্বাধীনতা দিবস । সোমবার দেশজুড়ে পালিত হবে ৭৫ তম স্বাধীনতা দিবস । চলছে উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি । এই দিনটিতে নাশকতার সম্ভাবনা থাকে বরাবর । নির্বিঘ্নে যাতে স্বাধীনতা দিবস উদযাপন সম্পন্ন হয় সেই জন্য সতর্ক রয়েছে প্রশাসন । রবিবার অন্ডাল ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পুলিশ আধিকারিকেরা । এছাড়াও এদিন উখড়া রেলস্টেশন, বাস স্ট্যান্ড সহ উখড়া পুলিশ আউট পোস্ট এর এলাকাও পরিদর্শন করেন তারা । বেলা সাড়ে তিনটে নাগাদ শুরু হয় পরিদর্শন । ছিলেন অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, উখরা পুলিশ আউটপোস্টের আইসি নাসরিন সুলতানা সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা । সাথে ছিল স্নিপার ডগ । গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয় । প্রশিক্ষিত এই কুকুর বিস্ফোরকসহ লুকোনো অন্যান্য জিনিস খুঁজতে পারদর্শী । স্বাধীনতা দিবসের প্রাক্কালে এটা রুটিন তল্লাশি ও পরিদর্শন বলে জানান থানার এক আধিকারিক ।