ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঠিকানা হতে চলেছে পুরুলিয়া

0
28

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৬ মার্চঃ আগ্রহী শিল্পোদ্যোগীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করল জেলা মনিটরিং কমিটি। পুরুলিয়া জেলা যে আগামী দিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঠিকানা হতে চলেছে তা আজকের বৈঠকে আরও স্পষ্ট হল। অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার এবং শিল্প) রাজেশ রাঠোরের পৌরহিত্যে বৈঠকে সাফল্য এল বলে জানান জেলা শিল্প কেন্দ্রের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার জয়ন্ত আচার্য্য।ক্ষুদ্র ও মাঝারি শিল্প নতুন স্থাপনের ক্ষেত্রে জটিলতা ছিল। এখন জেলা মনিটরিং কমিটির নিয়মিত বৈঠকে সমস্যার সমাধান হচ্ছে। এটা একটা ভালো লক্ষণ বলে জানালেন বৈঠকে যোগ দেওয়া শিল্পোদ্যোক্তারা। ফেডারেশন অফ মাইক্রো এন্ড স্মল ইন্ডাস্ট্রির জেলা সভাপতি অজিত সরাওগী বলেন, “নিয়মিত বৈঠকে সমাধান সূত্র বের হচ্ছে। এটা শিল্প গড়ার ক্ষেত্রে উৎসাহের সঙ্গে উদ্যোগী হবেন তাঁরা।” জেলায় সম্ভাব্য শিল্প গুলির মধ্যে অগ্রণী রয়েছে পর্যটন। বর্তমানে নতুন উদ্যোগপতিদের এই শিল্পের জমিজট দেখা দিয়েছে। এছাড়াও নীতিগত কারণে দমকলের অনুমতি পেতে সমস্যা দেখা গিয়েছে বলে জানান পুরুলিয়া জেলার হোটেল সংগঠনের সভাপতি মোহিত লাটা।

LEAVE A REPLY