বাঁকুড়া জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের কমিটি নিয়ে প্রাক্তন ও বর্তমান সভাপতির দ্বন্দ্ব প্রকাশ্যে

0
151

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ আইএনটিটিইউসি বাঁকুড়া জেলা সভাপতির তৈরি করা কমিটি মেনে নিতে পারেননি প্রাক্তন আইএনটিটিইউসি সভানেত্রী। এর ফলে বাঁকুড়া জেলা বাস ওয়ার্কাস আই এন টি টি ইউ সি অফিস তালাবন্দী। তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীদের  অভিযোগ প্রাক্তন সভানেত্রী সংগ্রঠনের রাস নিজের হাতে রাখতেই এই তালা ঝুলিয়ে দিয়েছেন। এই ঘটনায় বাঁকুড়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দফায় দফায় বৈঠকে মেলেনি সমাধান সূত্র। এক সপ্তাহ ধরে তালা ঝুলছে বাঁকুড়া বাসস্ট্যান্ডের বাস ওয়ার্কাস আই এন টি টি ইউ সি অফিসে। কাটমানির জন্য এই দ্বন্দ্ব কটাক্ষ বিজেপির। বাঁকুড়া জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়েছেন রথীন ব্যানার্জী। পূর্বে এই সংগঠনের জেলা সভানেত্রী ছিলেন অলকা সেন মজুমদার।  বাঁকুড়া বাসস্ট্যন্ডের তৃণমূলের বাস ওয়ার্কারের অফিসের তালা দেওয়া কে কেন্দ্র প্রকাশ্যে এলো তৃণমূলের শ্রমিক সংগঠনের দ্বন্দ্ব। সুত্রের খবর তৃণমূল শ্রমিক সংগঠনের বর্তমান জেলা সভাপতি নতুন কমিটি তৈরি করেছেন। এই কমিটি মেনে নিতে পারেন নি  শ্রমিক সংগঠনের প্রাক্তন জেলা সভানেত্রী অলকা সেন মজুমদার। আর তার জেরে ওই অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন অলকা সেন মজুমদার এমনটায় অভিযোগ। সমস্যা মেটাতে জেলা তৃণমূল ভবনে দফায় দফায় বৈঠক হলেও মেলেনি সমাধান। সমাধান সূত্র বেরিয়ে না আসায় এক সপ্তাহ ধরে বাঁকুড়া বাসস্ট্যান্ডের বাস ওয়ার্কারের তৃণমূলের শ্রমিক অফিস তালাবন্দী। নিজের রাশ ধরে রাখতেই বর্তমান সভাপতির নির্দেশ মানতে রাজি নয় প্রাক্তন সভানেত্রী অলকা সেন মজুমদার এমনটাই দাবি সংগঠনের সদস্যদের। আর তাই তিনি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের শ্রমিকদের। তালা দেওয়ার কথা স্বীকার করেছেন অলকা সেন মজুমদার, তবে তিনি তালা দেননি। তার যুক্তি বর্তমানে যাদের নিয়ে নতুন কমিটি তৈরি হয়েছে তারা কোনদিন তৃণমূলের শ্রমিক সংগঠনের সাথে যুক্ত ছিল না। এই কমিটি মেনে নিতে পারেননি শ্রমিক সংগঠনের সাথে যুক্ত একাংশ কর্মীরা, তাই তারাই তালা দিয়েছে। এই বিষয়ে আলোচনা হয়েছে জেলা তৃণমূল ভবনে। কাটমানি ভাগাভাগি নিয়ে এলাকা ধরে রাখতে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ছে শাসকদলের নেতানেত্রীরা কটাক্ষ করে দাবি বিজেপির।

LEAVE A REPLY