সাড়ম্বরে জগদ্ধাত্রী আরাধনা উখরা গ্রামের দে পরিবারে

0
117

সংবাদদাতা,অন্ডালঃ সাড়ম্বরে আয়োজিত হচ্ছে উখড়া গ্রামের দে পরিবারের জগদ্ধাত্রী পুজো। দু’দিনের পুজোর সূচনা হলো বুধবার। প্রতিমা নিরঞ্জন হবে বৃহস্পতিবার। পারিবারিক পুজোটি এবার পড়লো ৫০ তম বর্ষে। ১৯৭৩ সালে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন প্রয়াত শিল্পপতি বলরাম দে। স্বপ্নাদেশ পেয়ে তিনি পুজো আরম্ভ করেন। সূচনাকালে পুজো হতো জগদ্ধাত্রী প্রতিমার প্রতিকৃতিতে। ১৯৭৮ সালে মন্দির নির্মাণ করা হয়। তখন থেকে সেই মন্দিরে মাটির প্রতিমা এনে পুজোর আয়োজন হয়ে আসছে। জগদ্ধাত্রী প্রতিমার দু’পাশে থাকে দুটি সুসজ্জিত পরীর মূর্তি। পঞ্জিকা মতে এবার চার দিনের জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে সোমবার। তবে অন্যান্য জায়গার মতো চার দিনের পরিবর্তে দে পরিবারের জগদ্ধাত্রী পুজো দু’দিনে। নবমীর দিন সপ্তমী,অষ্টমী ও নবমীর পুজো হয় একসাথে। পরের দিন হয় দশমীর পুজো ও রাতে প্রতিমা বিসর্জন। নবমীর দিন কুমারী পুজোর প্রচলন রয়েছে পারিবারিক এই পুজোটিতে। পুজোর পাশাপাশি ভোগ বিতরণ ও সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পরিবারের সদস্য বিশ্বদীপ দে, সন্দীপ দে- রা জানান পুজোর আয়োজনের সব দায়িত্ব সামলান পরিবারের মহিলারা। পুজোতে পরিবারের সদস্যরা ছাড়াও আত্মীয় পরিজনেরাও অংশ নেয়। ফলে জগদ্ধাত্রী পুজো দে পরিবারে পারিবারিক মিলন মেলায় পরিণত হয়।

LEAVE A REPLY