সংবাদদাতা,অন্ডালঃ বৃহস্পতিবার অন্ডালে এলো কফিনবন্দি জওয়ান শশীষ কুমার শাহ-র মৃতদেহ। রাষ্ট্রীয় মর্যাদায় কুটিরডাঙ্গা শ্মশানে হলো শবদাহ। গান স্যালুটের মাধ্যমে জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান সহকর্মীরা। শশীষ কুমার শাহ (৪০) অন্ডালের অশোক নগরের বাসিন্দা। সেনাবাহিনীর ১৪২ নং ব্যাটালিয়নের এফ কোম্পানির সদস্য,আসামের জোরহাটে কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে ২৪ মে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। বৃহস্পতিবার মৃত জওয়ানের কফিনবন্দি দেহ আনা হলো অন্ডালের অশোক নগরের বাড়িতে। ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার অমিত কুমার জানান, গত ২৩ তারিখ রাতে হঠাৎই তার পেটে যন্ত্রণা ওঠে সেই সময় ব্যাটেলিয়ান থেকেই তাদের নিজস্ব ইউনিট হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। ডাক্তারবাবু ওনার শারীরিক অবস্থা দেখে সেখান থেকে কোলাঘাটের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করেন। ২৪ তারিখ রাত ১১ টা নাগাদ তিনি সেই হাসপাতালেই মারা যান। আজ তার মৃতদেহ অন্ডালের অশোকনগরের বাড়িতে আনা হয় । সেখানে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যাটেলিয়ানের অফিসার ও পুলিশে কর্তারা মৃত জওয়ানকে জানান শেষ শ্রদ্ধা। সেখান থেকে তার কফিনবন্দি মরদেহ অন্ডালের কুটিরডাঙ্গা দামোদর শ্মশান ঘাটে যাওয়া হয়। সেখানে ব্যাটেলিয়নের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয় মৃত জাওয়ানকে। এরপর করা হয় শবদাহ। জওয়ানের অকাল মৃত্যুতে এলাকায় তৈরি হয়েছে শোকের ছায়া।