পুরুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুই হামলাকারিকে সঙ্গে নিয়ে ঘাতক অস্ত্র উদ্ধার করল পুলিশ

0
219

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩০ অগাষ্ট: স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে হামলায় দুষ্কৃতীদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। নিজেদের হেফাজতে থাকা দুই অভিযুক্ত ভিকি শর্মা ও রাকেশ রজককে পুরুলিয়া শহরের সাধু ডাঙ্গা এলাকায় নিয়ে যান পুলিশের তদন্তকারি আধিকারিকরা। ওই এলাকায় ভিকি ও তার ভাই ভাড়ায় থাকতো। তার পাশেই একটি বেড়া দেওয়া স্থানে রবিবার খুনের ঘটনার পর ব্যবহৃত অস্ত্র ছুঁড়ে ফেলে দিয়েছিল ভিকি ও রাকেশ। ঝোপ ঝাড়ে ভরা ওই স্থানের দরজার তালা ভেঙে অভিযুক্তদের নিয়ে ঢোকে পুলিশ। সেখান থেকেই দুটি হাতুড়ি খুঁজে দেয় ভিকি। এর মধ্যে একটি হাতুড়ির বাঁট প্লাস্টিকের। সেটি দিয়েই দুই মহিলাকে মাথায় আঘাত করেছিল তারা বলে স্বীকার করে। দুটি হাতুড়ি উদ্ধার করে বাজেয়াপ্ত করে এবং প্যাকেট বন্দি করে সিল করে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। এদিকে ভিকির প্রতিবেশীরা এই ঘটনায় আশ্চর্য হয়ে পড়েন। ভালো ব্যবহার করতো প্রতিবেশীদের সঙ্গে। কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখতো সে। তবে কয়েক মাস ধরে সে ঠিক মতো কাজ করছিল না বলে জানান প্রতিবেশীরা। ঘটনার দিন সন্ধ্যায় ভাড়া বাড়িতে ভাইয়ের সঙ্গে খাবার খায় ভিকি। তার পরই পুলিশ তাদের থানায় নিয়ে যায়। প্রসঙ্গত, গত রবিবার পুরুলিয়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের দর্জি পাড়া এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার রক্তাক্ত দেহ উদ্ধার হয় । ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী। দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। মৃতা পরিচারিকার নাম পার্বতী বাদ্যকার (৫৫)। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় সরিষা বাড়ি এলাকায়। এদিকে দশ দিনের পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত ভিকি শর্মা ও রাকেশ রজক। তাদেরকে দিয়েই ঘটনার পুনঃনির্মাণ করবে পুলিশ। তদন্তের জন্য ভিকির ভাইকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

LEAVE A REPLY