ঝালদার খুনির সন্দেহভাজন আততায়ীর স্কেচ প্রকাশ পুলিশের, সন্ধান দিলেই মিলবে পুরস্কার

0
306

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ মার্চ: ঝালদার নিহত কাউন্সিলরের খুনিকে চিহ্নিত করতে সন্দেহভাজন আততায়ীর স্কেচ প্রকাশ করল পুরুলিয়া জেলা পুলিশ। প্রত্যক্ষদর্শী সুভাষ গরাইয়ের বয়ান অনুযায়ী বিশেষজ্ঞ দিয়ে স্কেচ করা হয়েছে। খুনির সন্ধান দিলেই জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে বলে জানান জেলা পুলিশ সুপার এস সিলভামুরগণ। তপন কান্দুর খুনের তদন্তে অনেকটাই ব্যাক ফুটে চলে যায় আই সি সঞ্জীব ঘোষের ভাইরাল হওয়া অডিওর কারণে। সেই জায়গা থেকে জনসাধারণের সাহায্যপ্রার্থী পুরুলিয়া জেলা পুলিশ। আজ ঝালদায় রাস্তায় যাতায়াতকারীদের মধ্যে সন্দেহভাজনদের থামিয়ে জিজ্ঞাসাবাদ তল্লাশি চালায় পুলিশ। নির্বাচনের ফলাফল নিয়ে তপন কান্দুর সঙ্গে নরেন কান্দুর একটি বেটিং হয়। ফলাফল ঘোষণা হয় এবং তপন বিজয়ী হওয়ায় কি আক্রোশ! আটক নরেন কান্দুকে জিজ্ঞাসাবাদ করে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। এদিকে জেলা পুলিশ ও সি আই ডি’র তদন্তের উপর ভরসা নেই নিহত তপন কান্দুর পরিবার। তাঁরা সি বি আই তদন্তের দাবিতে অনড়।

LEAVE A REPLY