সাথী প্রামানিক,পুরুলিয়া,১০ মেঃ ঝালদায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার সকালে বোমা উদ্ধার করল ঝালদা থানার পুলিশ। ঝালদা-দড়দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুসেনডি গ্রামের বাসিন্দা তৃণমূল সদস্য দিলদার খানের বাড়ি থেকে এই বোমা উদ্ধার হয়। পুলিশ বোমা উদ্ধার করে নিয়ে নিষ্ক্রিয় করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যায়। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য দিলদার খানের দাবি, তাঁকে প্রাণে মারার জন্য বা ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্য কেউ বা কারা বাড়িতে বোমা রেখে গিয়েছে। তিনি বলেন, “আজ সকালে বাইরে বেরোতে গিয়ে দেখি বাড়ির ভেতরে একটি বোমা রয়েছে। তা দেখেই ঝালদা থানায় ফোনের মাধ্যমে খবর দিই। পরিচিতদলীয় নেতাদের খবর দিয়ে ঘটনাটি জানায়। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা বোমাটি রেখে যায়। পুলিশ তদন্ত করছে।” অন্যদিকে, জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা দাবি, “চোর ধরা পড়লে এভাবেই সাফাই দেয় । তৃণমূল দলে ক্রিমিনালে ভরে গিয়েছে। প্রশাসনকে আরও সচেতন হওয়া উচিত । বাড়ি বাড়ি তল্লাশি চালালে আরও বোমা উদ্ধার হবে।” যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ।