নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ রাজ্যের মুখ্যমন্ত্রী বেকারদের পরামর্শ দিয়েছিলেন পুজোর সময় ঝালমুড়ি, ঘুগনি, চা বিস্কুট ও কাসফুলের বালিস বিক্রি করার। সেই পরামর্শকে কটাক্ষ করে এবার বড়জোড়ায় পুজো মন্ডপের সামনে ঝালমুড়ি, ঘুগনি কাসফুল বিক্রি করলেন বিজেপি যুব মোর্চা কর্মীরা। রাজ্যের শিক্ষিত বেকারদের কর্মসংস্থান প্রসঙ্গে বলতে গিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছিলেন পুজোর সময় ঝালমুড়ি, চা বিস্কুট, ঘুগনি কিমবা কাসফুলের বালিস বিক্রি করে উপার্জন করার। সেই পরামর্শকে হাতিয়ার করে ইতিমধ্যেই একাধিক কর্মসূচী নিয়েছে বিজেপি। তারই অঙ্গ হিসাবে আজ পুজো শুরু হতেই বড়জোড়ায় একটি পুজো মন্ডপের সামনে রীতিমত ঘুগনি, চা বিস্কুট ও ঝালমুড়ির স্টল শুরু করল বিজেপির স্থানীয় যুব মোর্চা কর্মীরা। আগামীদিনেও এই প্রতিবাদ কর্মসূচী চলবে বলে জানিয়েছেন বিজেপি যুব মোর্চার কর্মীরা।