উখড়ায় ঝুলন মেলার প্রস্তুতি খতিয়ে দেখল পুলিশ প্রশাসন

0
263

নিজস্ব সংবাদদাতা,অন্ডালঃ আগস্ট মাসের ৮ তারিখ থেকে উখরায় বসবে ঝুলন মেলা। শনিবার মেলার প্রস্তুতি খতিয়ে দেখল পুলিশ। উল্লেখ্য,পশ্চিম বর্ধমান জেলার প্রাচীন ও ঐতিহ্যমন্ডিত গ্রামীণ মেলা গুলির মধ্যে অন্যতম হলো উখরা গ্রামের ঝুলন মেলা। প্রতিবছর শ্রাবণ মাসের একাদশীর দিন থেকে শুরু হয় ঝুলন উৎসব। স্থানীয় জমিদার বাড়ির গোপীনাথ জিউ মন্দির,মহন্ত অস্তল মঠ ও গোপীনাথ জীউ এই তিনটি মন্দিরে পূজা ঘিরে হয় মেলার আয়োজন। গত দু’বছর করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে মেলা হয়নি। এবছর বিধি নিষেধ না থাকার কারণে এবার জোর কদমে শুরু হয়েছে মেলার প্রস্তুতি। বৃহস্পতিবার মেলার প্রস্তুতি নিয়ে উখরা পঞ্চায়েত অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে পুলিশ আধিকারিক, পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান ছাড়াও উপস্থিত ছিল গ্রামের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। শনিবার পুলিশের পক্ষ থেকে মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন উখড়া পুলিশ আউট পোস্টের আইসি নাসরিন সুলতানা ও সিআই পিন্টু সাহা। তাদের সাথে ছিলেন উখরা পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ, উপপ্রধান রাজু মুখোপাধ্যায়। উপপ্রধান রাজু মুখোপাধ্যায় জানান,সুষ্ঠুভাবে মেলা আয়োজনের উদ্দেশ্যেই এদিনের পরিদর্শন।

LEAVE A REPLY