জীতেন্দ্র তিওয়ারির জামিনের আবেদন খারিজ আসানসোল আদালতে

0
83

আসানসোল,২৩ মার্চঃ আসানসোলের প্রাক্তন মেয়র বর্তমানে বিজেপি নেতা জীতেন্দ্র তেওয়ারির জামিন নাকচ করে ২৭ মার্চ তাকে পুনরায় আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত,দিল্লির নয়ডা তথা যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করার পর রবিবারই আসানসোল আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল উত্তর থানার পুলিশ।এর মাঝে গত সোমবার সুপ্রিম কোর্ট জীতেন্দ্র তিওয়ারি, গৌরব গুপ্তা ও তেজ প্রতাপ সিং এর আবেদনের ভিত্তিতে গ্রেফতারের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে।কিন্তু জীতেন্দ্র গ্রেফতার হয়ে যাওয়ার ফলে আইনানুগ ভাবে ওই স্থগিতাদেশ কার্যকরি থাকেনা।এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের মৌখিক নির্দেশ মেনেই গত ২১ মার্চ আসানসোল আদালতে বিচারক তরুণ কুমার মণ্ডলের এজলাসে জীতেন্দ্র তিওয়ারির জামিনের আবেদন করা হয়।যেখানে সরকারি পক্ষের উকিল সোমনাথ চ‍্যাটার্জি তীব্র বিরোধীতা করেন ও লিখিত তথ‍্য সমৃদ্ধ বিরোধীতার জন‍্যে আদালতের কাছে সময় দাবি করেন।আদালত সেই আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।এদিন জীতেন্দ্র তিওয়ারির আইনজীবী শেখর কুণ্ডু আদালতে দাবি করেন, সুপ্রিম কোর্টের রায় সাংবিধানিক অনুসারে হয়ে থাকে। যে মামলায় গৌরব গুপ্তা ও তেজ প্রতাপ সিং এর গ্রেফতারির ক্ষেত্রে স্থগিতাদেশ পেয়েছে। সেই একই মামলায় জীতেন্দ্র তিওয়ারির ক্ষেত্রেও প্রযোজ‍্য হওয়া উচিৎ। অন‍্যদিকে সরকারি আইনজীবী সোমনাথ চ‍্যাটার্জি বলেন,জামিনের আবেদন স্থগিত থাকা অবস্থায় কাউকে গ্রেফতার করা যাবেনা, এরকম কোনো আইনি সীমারেখা নেই। তাছাড়া বর্তমানে জীতেন্দ্র তিওয়ারি আদালতের নির্দেশেই পুলিশি হেফাজতে আছে।এই পরিস্থিতিতে জামিনের আবেদন গ্রাহ‍্য নয়। তাছাড়াও জীতেন্দ্রর জামিনের আবেদন ইতিপূর্বে সেশন জাজ ও কলকাতা হাইকোর্টে খারিজ হয়েছে। উভয় পক্ষের দীর্ঘক্ষণের সওয়াল জবাব শেষে জীতেন্দ্র তিওয়ারির আইনজীবী শেখর কুণ্ডু সংবাদ মাধ‍্যমের কাছে বলেন,সুপ্রিম কোর্টের মৌখিক নির্দেশ অনুসারেই নতুন করে জামিনের আবেদন করা হয়েছিল আসানসোল আদালতে।কারণ গ্রেফতার হওয়ার পরে এসএলপি কার্যকরী হবে না। ফলাফল যাই হোক তাই নিয়ে সুপ্রিম কোর্টে যেতে বলা হয়েছে।অন‍্যদিকে সরকারি আইনজীবী সোমনাথ চ‍্যাটার্জি বলেন, পুলিশি হেফাজতে থাকার সময় জামিনের আবেদন আশ্চর্য জনক ছিল।বিচারক জামিনের আবেদন খারিজ করেছেন।২৭ মার্চ জিতেন্দ্রকে পুনরায় আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY