সাথী প্রামানিক, পুরুলিয়া, ১ অগাষ্ট: নূন্যতম বেতন ও কাজের স্থায়ীত্বের দাবিতে পুরুলিয়া পুরসভার অস্থায়ী কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল কার্যালয় চত্বর। আজ বিকেলে প্রায় ১৬০০ অস্থায়ী কর্মী বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ মাসে তাঁরা যে টাকা বেতন পান সেই টাকায় আজকের বাজারে সংসার চলে না। অথচ সেই নামমাত্র বেতনও নিয়মিত দিতে পারছেন না পুর-কর্তৃপক্ষ। বিক্ষোভরত অস্থায়ী কর্মী সরোজ দাস বলেন, “এই অবস্থায় পুরসভায় নূতন কর্মী নিয়োগ করা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। পুরসভার অস্থায়ী কর্মী কর্তব্যরত বা অবসর প্রাপ্ত অবস্থায় মৃত্যু হলে নূন্যতম ১ লক্ষ টাকা পরিবারকে দিতে হবে।” এই বিষয়ে পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, “পুরসভার অস্থায়ী কর্মীরা একটি স্মারকলিপি দিয়েছেন। তাতে তাঁদের উল্লেখযোগ্য যে দাবি রয়েছে তা পূরণের জন্য আমরা আন্তরিক। কিন্তু পুরসভার আর্থিক অবস্থা ভালো নেই। প্রতি মাসে ৬৭ লক্ষ টাকা কর্মীদের বেতন দিতে প্রয়োজন। সেটা নিয়মিত করাই প্রথম লক্ষ। আর নূতন কর্মী নিয়োগ যা হবে তা নির্মল বন্ধু প্রকল্পের। এর জন্য ওই কাজে যোগ্যতা অনুযায়ী নেওয়া হবে।”