জঙ্গলমহলে উলটপুরাণ, রাইপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ ৭০টি পরিবারের

0
26

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে বাঁকুড়ার জঙ্গলমহলে উলটপুরাণ। তৃণমূল ছেড়ে কংগ্রেসের পতাকা ধরলেন বাঁকুড়ার রাইপুর ব্লকের ঢেকো অঞ্চলের প্রায় ৭০ টি পরিবার। তৃনমূলের দাবী কংগ্রেসে যোগ দেওয়া পরিবারগুলির সাথে তৃণমূলের  সম্পর্ক ছিল না।বাঁকুড়ার রাইপুর ব্লকের ঢেকো অঞ্চল এতদিন তৃনমূলের গড় হিসাবে পরিচিত ছিল। সেই তৃণমূলের গড়েই পঞ্চায়েত নির্বাচনের আগেই ঘটল উলটপুরাণ। তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিল ৭০ টি পরিবার। গতকাল স্থানীয় বক্সি বাজারে কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি নীলমাধব গুপ্ত দলে নবাগতদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন। কংগ্রেসে যোগদানকারীদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূলের প্রাক্তন নেতা রয়েছেন বলে দাবী করেছে কংগ্রেস। কংগ্রেসের দাবী এর জেরে জঙ্গলমহলে তৃণমূলের শক্তিক্ষয় ঘটল। কংগ্রেসে যোগদানকারীদের দাবী তৃণমূলের ব্লক স্তর থেকে রাজ্য স্তরের নেতৃত্ব যেভাবে দুর্নীতির সাথে যুক্ত তাতে বীতশ্রদ্ধ হয়ে তাঁরা দলত্যাগ করেছেন। তৃণমূলের দাবী, কংগ্রেসে যোগদানকারীরা তৃণমূলের নয় বরং বিজেপির কর্মী ছিলেন। বিজেপির দাবী কংগ্রেসে যোগদানকারীদের সাথে তাঁদের কোনো সম্পর্ক ছিল না।

LEAVE A REPLY