নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ রাজ্যের এডুকেশন হাব জেলা বাঁকুড়া এটা বলা যায়। যদি শিক্ষা নিয়ে কোথাও হাব তৈরি করা হয় সেটা হবে বাঁকুড়া জেলায়। কেননা প্রতি বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজের নাম উজ্জ্বল করেছে বাঁকুড়া। মেধা তালিকা প্রকাশ হলেই দেখা যায় জলজল করছে বাঁকুড়া জেলার কৃতি মেধাবীদের নাম তালিকায়। এবার তার অন্যথা হলো না, মাধ্যমিকে ১৪ জন উচ্চমাধ্যমিকে ৮ জন স্থান পাওয়ার পাশাপাশি জয়েন্ট এন্টান্সে বাঁকুড়া জেলার এক ছাত্রী এবং এক ছাত্র প্রথম দশে স্থান পেল পরীক্ষায় রেংকিং এর ভিত্তিতে। রাজ্যের ভিতরে তৃতীয় স্থান পেয়েছে বাঁকুড়া জেলার কৃতি ছাত্রী সারা মুখার্জি। সারা বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় ছাত্রী।সারা মুখার্জীর বাড়ি ওন্দার গামিদ্যায়। কিন্তু ও থাকে দুর্গাপুরে থেকে ফিট জি তে পড়াশুনা করে। অন্যদিকে সাগ্নিক নন্দী, আজ প্রকাশিত জয়েন্টে অষ্টম স্থান অধিকার করেছে সে। বাঁকুড়া জেলা স্কুল থেকে পড়াশোনা করেছে সাগ্নিক। সাগ্নিকের বাড়ি বাঁকুড়া জুনবেদিয়া এলাকার। সাগ্নিকের বাবা প্রাক্তন রেলকর্মী, মা নিপাট গৃহবধূ। পড়াশোনার ক্ষেত্রে তার স্কুলের শিক্ষক, প্রাইভেট টিউটর এবং বাবা মায়ের অবদান রয়েছে বলে দাবি সাগ্নিকের। সাগ্নিক পড়াশোনা ছাড়াও গল্পের বই পড়তে ভালোবাসে।আগামিতে আইআইটিতে যেতে চাই সাগ্নিক। উচ্চমাধ্যমিকে সে ৪৮৩ নাম্বার পেয়েছিল। সারা এবং সাগ্নিক আবার প্রমাণ করলো বাঁকুড়া আছে বাঁকুড়াতেই। সেই ধারা অব্যাহত থাকবে আগামী দিনেও এমনটাই দাবি মেধাবী কৃতি ছাত্র ছাত্রী তাদের অভিভাবক এবং শিক্ষক মহলের।