প্রতাপপুরে পঞ্চায়েত এলাকায় ৬২ আদিবাসী পরিবার পেল জমির পাট্টা

0
44

সংবাদদাতা, লাউদোহাঃ প্রতাপপুর পঞ্চায়েত এলাকার ৬২টি আদিবাসী পরিবার পেল জমির পাট্টা। সোমবার পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের হাতে জমির পাট্টার কাগজ তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই দীর্ঘকাল পর অবশেষে জমি পেয়ে খুশি ভূমিহীনারা।প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের বাসিয়া এলাকার ভূমিহীন আদিবাসীদের দেওয়া হলো জমির পাট্টা। সোমবার নাচন পার্কে পাট্টা বিতরণ নিয়ে একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়, প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ কিস্কু, উপপ্রধান সঞ্জয় মুখোপাধ্যায় সহ অন্যরা। অনুষ্ঠানে বাসিয়া এলাকার ৬২ জন আদিবাসীকে এদিন পাট্টার সরকারি কাগজ তাদের হাতে তুলে দেওয়া হয়। উপপ্রধান সঞ্জয় মুখোপাধ্যায় জানান, শেষবার “দুয়ারের সরকার” কর্মসূচিতে যারা পাট্টার আবেদন করেছিল, তাদের মধ্যে থেকে এদিন ৬২ জন ভূমিহীনকে জমির পাট্টা দেওয়া হল। সঞ্জয়বাবু আরো বলেন,এদিন যারা পাট্টা পেলেন তারা সকলে ভূমিহীন। এতদিন এরা সরকারি জমিতে বসবাস করতেন। পাট্টা পাওয়ার পর এরা এখন জমির মালিক হলেন।

LEAVE A REPLY