নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: বাঁকুড়ার জয়রামবাটি জগৎজননী মা সারদার জন্মভিটে। জয়রামবাটি মাতৃমন্দির চত্বরে রয়েছে ১৯৬২ সালে নির্মিত একটি পুরানো বাড়ি যেখানে মায়ের পুজা ভান্ডার, মায়ের ভোগ ভান্ডার এর সাথে রয়েছে সাধুদের ডাইনিং হল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। বর্তমানে বাড়িটি জরাজীর্ন হয়ে পড়েছিল। একাধিকবার মেরামত করে কোনক্রমে বাড়িটিকে বাঁচিয়ে রাখার চেষ্টাও করা হয়। এবার পাকাপাকিভাবে সেই বাড়িটি পুনর্নিমানের উদ্যোগ নেওয়া হয়েছে মাতৃমন্দিরের তরফে। বুধবার সেই নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বেলুড় রামকৃষ্ণ মিশন ও মঠের সহ সভাপতি শ্রীমত স্বামী গৌতমানন্দজী মহারাজ। জানা গেছে এই পরিকল্পিত নবনির্মিত ভবনটির মধ্যে মায়ের পুজো ভান্ডার, ভোগ ভান্ডার, স্টোর, সাধুদের সেবা ও নানান কাজে ব্যবহার হবে। দ্বীতল বিশিষ্টি এই ভবনের আয়তন হবে ১০ হাজার স্কোয়ার ফুট। আনুমানিক খরচ ৩ কোটি টাকা এমনটাই খবর জয়রামবাটী মঠ সূত্রে।