প্রকাশ্যে বসছে ঠেক,পুরুষ মহিলা একসাথে খেলছে জুয়া 

0
188

সংবাদদাতা,অন্ডালঃ প্রকাশ্যে বসছে জুয়ার ঠেক। সেখানে জুয়া খেলছে পুরুষ, মহিলা একসাথে। ঠেক বন্ধ করার দাবিতে সরব হয়েছেন স্থানীয়দের একাংশ।খাস কাজোরা কোলিয়ারীর সরিষা ডাঙ্গাল এলাকায় আইসিডিএস সেন্টার সংলগ্ন জঙ্গলে প্রকাশ্যে চলছে জুয়ার ঠেক। প্রতিদিন দুপুর বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে চলে জুয়া খেলা। পুরুষদের পাশাপাশি স্থানীয় মহিলারাও একসাথে সেখানে জুয়া খেলে বলে অভিযোগ। সাম্প্রতিককালে সেখানে বহিরাগত জুয়াড়িদেরও আসা-যাওয়া বেড়েছে। জুয়ার ঠেক নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে রয়েছে ক্ষোভ।   তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেন না। জুয়াড়িদের ভয়ের কারণেই এই নীরবতা বলে জানান নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক যুবক। তিনি বলেন, জুয়া খেলার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে ও জুয়ার প্রতি আসক্তি বাড়ছে। সেই সাথে সাম্প্রতিককালে এলাকায় ছোটখাটো চুরি ছিনতাই এর ঘটনাও  বেড়েছে। জুয়া খেলার কারণেই এসব ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। ঠেক বন্ধ করার জন্য পুলিশি হস্তক্ষেপের দাবি জানান স্থানীয়রা। যদিও বিষয়টি নিয়ে পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY