প্রবল ঝড়ে গাছ পড়ে রুদ্ধ সড়ক,গাছ সরাতে স্থানীয়দের সাথে হাত লাগালেন মন্ত্রী

0
30

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বৃহস্পতিবার বিকেলের কালবৈশাখীর ঝড়ে গাছ উপড়ে অবরুদ্ধ হয়ে পড়েছিল সড়ক। যান চলাচল বন্ধ ছিল। গাছ সরাতে স্থানীয়দের সাথে হাত লাগালেন খোদ মন্ত্রীও। ঘটনা বাঁকুড়ার খাতড়ার এসডিও মোড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ। সঙ্গে শুরু হয় প্রবল ঝড়। বেশ কিছুক্ষণ ঝড় স্থায়ী হয়। প্রবল ঝড়ে খাতড়ার এসডিও মোড়ে বেশ কয়েকটি গাছের ডাল ভেঙে পড়ে খাতড়া-রানীবাঁধ সড়কে। বেশ কয়েকটি গাছ উপড়েও পড়ে ওই রাস্তার উপর। ঝড় থামার পর রাস্তার উপর গাছ সরাতে উদ্যোগী হয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজে হাত লাগান রাজ্যের খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিও। পরে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী হাজির হয়ে রাস্তা থেকে সমস্ত গাছ ও গাছের ডাল সরিয়ে ফেলে। এরপর ওই সড়কে যান চলাচল শুরু হয়।

LEAVE A REPLY