সাথী প্রামানিক,পুরুলিয়া, ৩ এপ্রিলঃ পুরুলিয়া শহরের কাবাড়ি খানায় আধার কার্ড, প্যান কার্ড, পোস্ট অফিসের পাস বই, এ টি এম কার্ড দেখা গেল। ডাক বিভাগের একাধিক বস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরে। ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। পুরুলিয়া শহরের ভগৎসিং মোড় এলাকায় অবস্থিত ওই কাবাড়ি খানাটি। আজ বেলার দিকে সেখানে কাগজ বাছাই করার সময় বস্তা বন্দি প্রচুর আধার কার্ড, পোস্ট অফিসের পাসবই সহ এটিএম কার্ড বস্তার মধ্যে দেখতে পান সেখানকার মালিক মোকারাম মালি ও কর্মী এস কে এম খুরেশি। তাঁরা বলেন, “আমরা এই বিষয়ে নির্দিষ্ট কিছু বলতে পারব না। প্রচুর লোকজন এই সব পুরানো কাগজ বিক্রি করেন। কে বা কারা এটা বিক্রি করেছে চিহ্নিত করা খুব মুশকিল।” ওই কাবাড়ি খানায় কোনও সি সি ক্যামেরা নেই। ফলে কোনও প্রমাণ পাওয়া কঠিন। পুরুলিয়ার বিভিন্ন কাবাড়ি খানায় সি সি ক্যামেরা রয়েছে। নিরাপত্তার কারণে সেই নির্দেশ দিয়েছিল প্রশাসন। এখানে সেই নির্দেশ উপেক্ষার অভিযোগ উঠল। আজকের এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে বস্তা বন্দি গুরুত্বপূর্ণ নথি সেখানে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া ডাক ঘর কর্তৃপক্ষ এবং পুলিশ। পুরুলিয়া মুখ্য ডাক ঘরের সুপার নির্মল চন্দ্র সরেন বলেন, “এটা হওয়ার কথা নয়। তবুও আমরা খতিয়ে দেখছি। যদি হয়েই থেকে তাহলে কার গাফিলতি সবটাই বিভাগীয় স্তরে তদন্ত হবে।”