নিজস্ব সংবাদদাতা, অন্ডাল : কাজোরা বায়ো পার্ককে সাজিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা ভাবছে প্রশাসন। মঙ্গলবার পার্কটি পরিদর্শন করতে এসে এমনটাই জানালেন বায়ো ডাইভারসিটি সংস্থার চেয়ারম্যান। অন্ডাল ব্লকের কাজোড়া গ্রামে বেশ কয়েক বছর আগে সরকারি খাস জমি ও কয়লা খনির পরিত্যক্ত জমির উপর গড়ে তোলা হয়েছে জৈব পার্ক। সেখানে বড় বড় জলাশয় তৈরি করে যেমন মাছ চাষ করা হচ্ছে তেমনি বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ লাগানো হয়েছে। শাকসবজি চাষের সাথে লাগানো হয়েছে ওষুধি গাছও। পড়ে থাকা পতিত জমিকে ব্যবহার করে জীব বৈচিত্র বা ইকো সিসটেম গড়ে তোলার পাশাপাশি এর মাধ্যমে এলাকার অর্থনৈতিক বিকাশ ঘটানো এই প্রকল্পটির উদ্দেশ্য। সেই কারণে এই ইকোপার্ক তৈরি করা হয়েছে বলে প্রশাসনের দাবী। মঙ্গলবার কাজোড়ার ইকোপার্ক টি পরিদর্শন করতে আসেন সরকারের বায়োডাইভারসিটি বোর্ডের চেয়ারম্যান হিমাদ্রিশেখর দেবনাথ। পরিদর্শনে তার সাথে উপস্থিত ছিলেন অন্ডাল ব্লকের বাডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু সহ-সভাপতি কৌশিক মন্ডল সহ অন্যরা। বোর্ডের চেয়ারম্যান হিমাদ্রি শেখর বাবু জানান এই ধরনের প্রকল্প এলাকার অর্থনীতিকে যেমন সমৃদ্ধ করে তেমনি দূষণ ও বায়ুর ধূলিকণা রোদে এই প্রকল্প খুব কার্যকারী। তিনি বলেন আগামী দিনে এই পার্কটিকে পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলার ভাবনা রয়েছে। পর্যটকদের থাকার জন্য গেস্ট হাউস সহ অন্যান্য পরিকাঠামো প্রয়োজনে গড়ে তোলা হবে। এতে প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থান ও অর্থনৈতিক বিকাশ ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।