সংবাদদাতা, দুর্গাপুরঃ রাজ্যের সর্বত্রই শুরু হয়েছে কালীপূজার আয়োজন।পারিবারিক, সার্বজনীন ছাড়াও এবার বিভিন্ন থানাতেও কালীপুজোর আয়োজন হচ্ছে সাড়ম্বরে। এদিন সন্ধ্যায় দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) থানায় কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হল। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(ইস্ট) অভিষেক গুপ্তা। উপস্থিত ছিলেন এসিপি অন্ডাল, ওমর আলী মোল্লা, সিআই পিন্টু সাহা,থানার আধিকারিক রাজীব ভট্টাচার্য সহ অন্যরা। এদিন পূজোর উদ্বোধনের পাশাপাশি এলাকার দেড়’শ জন দুঃস্থ মহিলাকে শাড়ি ও কম্বল উপহার দেওয়া হয় গ্রাম রক্ষী বাহিনীর পক্ষ থেকে। লাউদোহা থানার পাশাপাশি অন্ডাল থানা, উখরা পুলিশ আউটপোস্ট, পাণ্ডবেশ্বর থানাতেও পুজোর আয়োজন করা হয়েছে। থাকছে অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা, দুঃস্থদের বস্ত্রদান, নরনারায়ন সেবা, বিচিত্রানুষ্ঠানের আয়োজনও।