সংবাদদাতা, লাউদোহাঃ কালী পুজো উপলক্ষে শুক্রবার ফরিদপুর (লাউদোহা) থানা গ্রাম রক্ষী বাহিনী-র উদ্যোগে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। দুটি পর্বে অনুষ্ঠান হয় থানা চত্বরে। প্রথম পর্বে ছিল হারিয়ে যাওয়া মোবাইল ফেরত, পূজো কমিটিগুলোকে পুরস্কার প্রদান ও পড়ুয়াদের শীতবস্ত্রদানের অনুষ্ঠান। এই পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিপি ওমর আলী মোল্লা, সিআই (২) পিন্টু সাহা, ফরিদপুর থানার ওসি রাজীব ভট্টাচার্য, দুর্গাপুর ফরিদপুর ব্লক উন্নয়ন আধিকারিক দেবজিত দত্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ অন্যরা। বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া কুড়িটি মোবাইল উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দেয় পুলিশ। এছাড়াও ব্লকের বিভিন্ন সেরা দুর্গা পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হয়। শীতবস্ত্র উপহার দেওয়া হয় বিশেষ চাহিদা সম্পূর্ণ ৪০ জন পড়ুয়াকে। বিডিও দেবজিত দত্ত বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ যেভাবে সামাজিক কাজ করছে তা প্রশংসনীয়। এসিপি ওমর আলী মোল্লা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সমাজ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় বানান ভুলের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, খবরে বানান ভুল বাঞ্ছনীয় নয়। এই বিষয়ে নজর থাকার পরামর্শ দেন তিনি। প্রথম পর্বের অনুষ্ঠান শেষে রাত্রি আটটা নাগাত শুরু হয় দ্বিতীয় পর্ব। এই পড়বে ছিল আমন্ত্রিত শিল্পীদের গানের অনুষ্ঠান।