বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ রবিবার সন্ধায় গ্যামন ব্রিজ ময়দানে শুরু হল কল্পতরু মেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, সহ প্রশাসক অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসক মন্ডলীর অন্যান্য সদস্য সহ প্রাক্তন কাউন্সিলররা। আগামী ১০ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। মূল মেলার সঙ্গে আয়োজিত হচ্ছে বই ও কৃষি মেলা। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিদিন সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। দুর্গাপুরের শিল্পীদের পাশাপাশি কলকাতার বিশিষ্ট শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশেন করবেন।