বাসে কেপমারি,হাতেনাতে ধৃত মহিলা

0
37

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ জামাইষষ্ঠী করতে যাবার পথে বিপত্তি। বাসে যাওয়ার পথে কেপমারি হয় ম্যানিবাগ। তবে হাতেনাতে পাকড়াও হয় মহিলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বর্ধমানের তেলিপুকুরে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের পলেমপুরের বাসিন্দা বিপিন ঘোষ ও তরুলতা ঘোষ স্বামী স্ত্রী পলেমপুরে বাসে ওঠেন। তরুলতা ঘোষ বলেন,তেলিপুকুরে বাস থেকে নামার আগে একজন মহিলা তাকে জিজ্ঞেস করে কোথায় নামবেন। একটু পরে বাস থেকে নামতে গিয়ে দেখি তার ব্যাগের চেন খোলা। ম্যানিবাগটিও নেই। তখন দেখি ওই মহিলা হন্তদন্ত হয়ে বাস থেকে নেমে টোটো ধরে পালানোর চেষ্টা করছে। ছুটে গিয়ে ধরতেই লোকজন জড় হয়ে যায়। ক্ষণিকের মধ্যেই ব্যাগটি হাতবদল হয়ে যায়। তাকে চেপে ধরতেই সে স্বীকার করে।  ছিনতাই হওয়া ৩ হাজার টাকা উদ্ধার হয় বলে জানান তরুলতাদেবী। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। তরুলতাদেবীর স্বামী বিপিন ঘোষ বলেন, ধৃত মহিলার সঙ্গে আরো কয়েকজন মহিলা ছিল। তারাই ব্যাগ হাতবদল করে। ঘটনায় হুলুস্থুল পড়ে যায় ব্যস্ত তেলিপুকুর মোড়ে। কেপমারি হওয়া টাকা ফিরে পেয়ে ঘোষ দম্পতি বেজায় খুশী। তারা আবার অন্য বাসে চেপে জামাই ষষ্ঠী করতে কালনাগেট নপাড়ার উদ্দেশ্য রওনা দেন।      

LEAVE A REPLY