খেলা দিবসের ফুটবল প্রতিযোগিতায় জিতল গোগলা গ্রাম

0
221

নিজস্ব সংবাদদাতা,লাউদোহাঃ তৃণমূলের পরিচালনায় মঙ্গলবার রাজ্য জুড়ে আয়োজিত হলো একদিনের “খেলা হবে” ফুটবল প্রতিযোগিতা। এদিন লাউদোহা ব্লকের গোগলাতেও ফুটবল প্রতিযোগিতা হয়। গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিচালিত এই খেলায় অংশ নিয়েছিল চারটি দল। ফাইনাল খেলায় মুখোমুখি হয় গোগলা গ্রাম ও বনগ্রাম ফুটবল দল। বনগ্রামকে ০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোগলা গ্রাম। তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, দলের নির্দেশে ফুটবল খেলাকে জনপ্রিয় করতেই এই প্রতিযোগিতার আয়োজন। জয়ী দলকে দশ হাজার টাকা ও রানার্স দলকে পাঁচ হাজার টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়। খেলা ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY