জমির জালে আটক কিং কোবরা উদ্ধার

0
128

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বিশালাকার কোবরা উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বাঁকুড়ার ওন্দা থানার ছিনপুর গ্রামে প্রায় পূর্ণবয়স্ক ৭ ফুট দীর্ঘ কালো কিং কোবরা উদ্ধার হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশাল আকারের খরিস সাপ দেখতে ভিড় জমান গ্রামের মানুষজন। স্থানীয় সুত্রে খবর অমিয় পাত্র নামে স্থানীয় এক চাষীর সবজী ক্ষেতের বেড়া দেওয়া লাইলনের জালে জড়িয়ে পড়ে বিশালাকার এই সাপটি। গর্জন শুনে টের পেয়ে গ্রামের মানুষ জমিতে নাইলনের বেড়া জালে আটকে থাকা কোবরাটিকে দেখতে পান। খবর পেযে স্থানীয় ওন্দা বনকর্মীরা জালে আটকে পড়া কোবরা সাপটিকে উদ্ধার করে বনদফতরে নিয়ে যায়। সাপটিকে কিছুক্ষণ পর্যবেক্ষণ রেখে সুস্থ হলে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে বনদফতর সূত্রে।

LEAVE A REPLY